UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা নিহত ২২

pial
আগস্ট ২৫, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনের এক রেল স্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। হামলায় একটি গাড়িতে থাকা ৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের শিশুও রয়েছে। আর ১২ জনের বেশি আহত হয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রুশ হামলার ৬ মাস পূর্তির দিনে এ হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া।

এদিকে চ্যাপলিনে রকেট হামলায় এ পর্যন্ত ২২ জন নিহত হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে কোনও মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের পক্ষ থেকে কোনও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে ট্রেন স্টেশনে আরেকটি হামলা চালানো হয়েছিল। সে ঘটনায় ৫০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

(ঊষার আলো-এফএসপি)