UsharAlo logo
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরির কবলে নেইমার

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইনজুরি যেনো পিছুই ছাড়ছে না ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের। ক্যারিয়ারে বহুবার ইনজুরিতে পড়ে গুরুত্বপূর্ণ বহু খেলায় মাঠে থাকতে পারেনি নেইমার। ইনজুরি কাটিয়ে দীর্ঘ এক বছর পর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার।

এইতো গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। অনেকেই যখন আরও একবার মাঠে নেইমারের ফেরা উদযাপনের অপেক্ষায় ছিলেন তখনই আরও একবার ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান।

প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন নেইমার। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। মাঠে নামার ৩০ মিনিট পরেই উঠে যেতে হয় তাকে।

এই ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তবে নেইমার হতাশার মাঝেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ এই ম্যাচে করেছেন হ্যাটট্রিক।

যদিও ম্যাচের ফলের চেয়ে বড় হয়ে উঠেছে নেইমারের ইনজুরিটাই। ডান পায়ের পেছনের দিকে চোট পেয়ে যন্ত্রণায় শুয়ে পড়েন মাঠে। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪২ মিনিট খেলেছেন এই ব্রাজিলিয়ান।

যদিও নেইমার সমর্থকদের জন্য স্বস্তির বার্তা হলো তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

যদিও এখনো জানা যায়নি এই ইনজুরি কতোটা মারাত্মক। কিংবা মাঠে ফিরতে নেইমারকে আরও কতো দিন অপেক্ষা করতে হবে সেটাও পরিষ্কার নয়।