UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার বদলাতে দেরি হওয়ায় ৬৩ রোগীর মৃত্যু!

ঊষার আলো
জুলাই ৫, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্দোনেশিয়ার এক হাসপাতালে প্রায় একই সময়ে মোট ৬৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন সংকট কাটাতে সিলিন্ডার বদলানোর সময় তাদের মৃত্যু ঘটে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তাই সেখানে চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

জানা যায়, অক্সিজেনের সংকট কাটানোর জন্য ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালের কর্মীরা সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তা করতে দেরি হওয়ায় তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত এক বিবৃতিতে বলেন, পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

ওয়াল্ডওমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে এখন ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে আজ সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আর মারা গেছেন মোট ৬০ হাজার ৫৮২ জন।

(ঊষার আলো-এফএসপি)