UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোশিয়েসনের সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঊষার আলো
জানুয়ারি ১১, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর হোটেল ৭১-এ বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোশিয়েসন (বিটা)এর সাধারণ সভা বুধবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভায় সকল ট্যাক্স ইন্সপেক্টরদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোসিয়েশন (বিটা) এর সভাপতি মনোনীত হন মো. আমিনুল ইসলাম আকাশ এবং মহাসচিব মনোনীত হন সহিদুজ্জামান সোহেল।

কার্যকর সভাপতি আবির হোসেন চাকলাদার এবং কার্যকর মহাসচিব এম ওবায়দুর রহমান শাহীন।

অন্যান্য পেশাজীবী সংগঠনের ন্যায় কার্যক্রম পরিচালনা এবং জাতীয় রাজস্ব আহরনে ভূমিকা রাখতে সংগঠন কাজ করবে মর্মে মহাসচিব সহিদুজ্জামান সোহেল জানান।

কমিটির মাধ্যমে একটি গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান মোঃ আমিনুল ইসলাম আকাশ।