UsharAlo logo
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইভ্যালির ওয়েবসাইট বন্ধ

ঊষার আলো
অক্টোবর ১৭, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কার্যালয়ের পর ইভ্যালির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো। সার্ভার বন্ধ থাকায় ওয়েবসাইটও বন্ধ রয়েছে জানিয়েছেন ইভ্যালি কর্তৃপক্ষ।

বিতর্কিত ই-কমার্স সাইটটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় সার্ভার চালু করে দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।’ কিন্তু এখনো এ ওয়েবসাইটটি চালু হয়নি।

ইভ্যালি জানায়, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন আপনারা সবাই। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি । এই কাজকে আমরা এগিয়ে নিতে চাই। আপনাদের সবার সহযোগিতায় ব্যাবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে চাই। এই সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম এবং থাকব।’

 

(ঊষার আলো-আরএম)