UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একইসঙ্গে তার দল ১০ বছর সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি), পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত এই রায় দিয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়। খবর দ্য ডনের।

ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য এই ইমরান ও শাহ মাহমুদের বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠন করা হয়েছিল। তারাই আজ সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদকে ১০ বছরের কারাদণ্ড দিল।

ঊষার আলো-এসএ