UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ ধরা জেলেদের সাথে নৌ-পুলিশের সংঘর্ষ : আহত ১০ 

usharalodesk
অক্টোবর ২১, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীর চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা অংশে নৌ-পুলিশের সাথে ইলিশ ধরা জেলেদের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাম, এএসআই ফয়সাল, এসআই শাহ আলম, কনস্টেবল কবির হোসেন এবং জেলে আরস আলী বেপারীসহ ১০ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল কবির হোসেন এবং জেলে আরস আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন। ওই সময় তাদের বাঁধা প্রদান করলে পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেন জেলেরা। এতে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)