UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি জিম্মি মুক্তির আগে মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস। যেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় গাজাবাসীদের। এবার খুন হওয়া জিম্মিদের লাশ হস্তান্তরের জন্যও মঞ্চ তৈরি করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনটি।

চার নিহত জিম্মি- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজকে মুক্তি দেওয়ার আগে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করেছে হামাস।

মঞ্চের একটি ব্যানার দেখা গেছে লিফশিটজ, শিরি, এরিয়েল এবং কেফির বিবাসের ছবি। সেই সঙ্গে ব্যানারটির উপরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন রক্তশোষক পিশাচ হিসেবে চিত্রিত করা হয়েছে।

ছবিটিতে আরবি, ইংরেজি এবং হিব্রুতে লেখা হয়েছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং জায়নবাদী যুদ্ধবিমান দিয়ে হত্যা করেছে।’

আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘যুদ্ধের প্রত্যাবর্তন, কফিনে আপনার বন্দিদের ফিরে আসা।’ একটি প্ল্যাকার্ডে ‘সংখ্যায় জায়োনিজম নাৎসিজম’ লেখা ছিল।

এদিকে বুধবার ইসরাইল নিশ্চিত করেছে চার লাশের সঙ্গে আরও ৬ জিম্মিকে ফেরত পাবে তারা। জিম্মিরা হলেন- শিরি বিবাস, তার দুই ছেলে এরিয়েল বিবাস এবং কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। এর ফলে হামাসের বন্দিদশা থেকে ৫০৩ দিন পর মুক্তি পাবেন তারা। তাদের গত ৭ অক্টোবর নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাস।

উল্লেখ্য, এ পর্যন্ত ১৯ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিয়ে অন্তত ১ হাজার ১০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করেছে হামাস।

ঊষার আলো-এসএ