ঊষার আলো ডেস্ক : ইসরাইলে মাটি খুঁড়ে পাওয়া গেল ১০ হাজার বছরের পুরনো একটি বেতের ঝুড়ি।
সামান্য মাটি খুঁড়তেই বেড়িয়ে আসে খালি এ ঝুড়িটি। মূলত এটি পানির কলসী বহনে ব্যবহার করা হতো বলে প্রত্নতাত্ত্বিকদের প্রথমিক ধারনা।
প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ইসরাইলের এক মরুভূমির নিচে পাওয়া গেছে।
বেত দিয়ে তৈরী করা কলসী বহনের এই ঝুড়িটি সাড়ে ১০ হাজার বছর আগের বলে গবেষকদের ধারণা।
ইসরাইলের বেসামরিক প্রত্মতাত্ত্বিক বিভাগের গবেষক ড. হাইম কোহেন জানান, ঝুড়িটি প্রায় ৯২ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন কলসী বহন করতে সক্ষম।
বেতের বুনন দেখে গবেষকরা জানিয়েছেন, এটা কোনও বাঁ-হাতি কারিগর তৈরি করেছেন।
(ঊষার আলো-এফএসপি)