UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামাবাদকে সামরিক সহায়তা দিতে চায় মস্কো

usharalodesk
এপ্রিল ৮, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে চায় রাশিয়া বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পাকিস্তানের সক্ষমতার উন্নয়ন ঘটাবে রাশিয়া। ইসলামাবাদকে এর জন্য বিশেষ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে মস্কো।

গতকাল বুধবার (৭ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সাথে যৌথ সংবাদ সম্মেলনের সময় এসব কথা বলেন সের্গেই ল্যাভরভ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভেদ সৃষ্টিকারী নীতির দরুণ মধ্যপ্রাচ্য অথবা পশ্চিম এশিয়া অস্থিতিশীল হয়ে উঠছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলের বিদ্যমান অবকাঠামোয় কোনও পরিবর্তন আনা বা বিভক্তি সৃষ্টি করার সম্পূর্ণ বিরোধী মস্কো। এমন কথার মধ্যদিয়ে ল্যাভরভ দৃশ্যত মার্কিন সরকারের নানামুখী তৎপরতার দিকে ইঙ্গিত করেছেন।

ল্যাভরভ বলেন, পাকিস্তান ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মধ্যকার বিদ্যমান বিবাদ মীমাংসার জন্য দু’পক্ষের মধ্যকার সংলাপকে স্বাগত জানায় মস্কো। আমরা আশা করি যে, এই অঞ্চলে শান্তি আনার ক্ষেত্রে রাশিয়া বিশেষ ভূমিকা পালন করবে।

(ঊষার আলো-এফএসপি)