UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইস্কাটনে ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

pial
ডিসেম্বর ৬, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর ইস্কাটনের একটি অ্যাপার্টমেন্টের ৮ তলার একটি ফ্ল্যাট থেকে আমেনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। আমেনা আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলায়, সে ওই বাসায় দেড় বছর ধরে কাজ করছিলো।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সংবাদমাধ্যমকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুজ্জামানের ইস্কাটনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী আমেনা আক্তারের লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সে আত্মহত‌্যা করেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, বাসার লোকজন বলেছেন যে তারা সন্ধ্যায় বাসার বাইরে যান। রাতে বাসায় ফিরে জানালার গ্রিলের সাথে ফাঁস নেওয়া অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

(ঊষার আলো-এফএসপি)