UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের আনন্দই কাল হল ওবায়দুলের

usharalodesk
মে ১৪, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নছিমনে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নছিমন উল্টে কালিয়ায় মো. ওবায়দুল ভূইয়া (১৫) নামে এক কিশোর নিহত হওয়াসহ ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওবায়দুল নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূইয়ার ছেলে। ঈদের দিন সকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে ওই সড়ক দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, নিহত ওবায়দুলসহ ওই গ্রামের ৫-৬ জন বন্ধু মিলে একটি নছিমন গাড়ি ভাড়া করে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ওই দিন সকালে রাস্তায় বেরিয়ে পড়ে। বেলা ১১টার দিকে তারা কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে তাদের নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে ওবায়দুল ঘটনাস্থলেই নিহত হয় এবং একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ (১৭), মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (২৩) ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ (২৫) আহত হয়েছে।
কালিয়ার ওসি সেখ কনি মিয়া বলেছেন, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)