UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিনে দেশে করোনায় মৃত্যু ২৬

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১০২ জনে। শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৮৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।
এর আগে বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে তখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৭৬ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছিল আরো ১ হাজার ২৯০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৭৮ হাজার ৬৭৮ জনে।

(ঊষার আলো-এমএনএস)