UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

usharalodesk
মে ২২, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় রোববার (২১ মে) আঘাত হানা এই ভূমিকম্পের পর অবশ্য কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে সেটি আঘাত হানে। গ্রামীণ হামবোল্ট কাউন্টির অধীনস্ত এই এলাকায় প্রায় ১০০০ জন লোক বাস করেন।

ইউএসজিএস অনুসারে, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের মুষ্টিমেয় অন্যান্য শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।

রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প বেশ নিয়মিত বিষয়। গত বছরের ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর অঙ্গরাজ্যটিতে কমপক্ষে এক ডজন লোক আহত এবং দু’জন প্রাণ হারিয়েছিলেন।

ঊষার আলো-এসএ