ঊষার আলো ডেস্ক : আফ্রিকান দেশগুলো থেকে উপনিবেশের সময় লুট করা ‘অমূল্য প্রত্নবস্তু’ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্লিনভিত্তিক প্রুশান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশন সোমবার জানায়, প্রত্নবস্তুগুলো ফেরত দিতে তারা নামিবিয়া, তানজানিয়া ও ক্যামেরুনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। জার্মানির এ প্রতিষ্ঠানটি বার্লিনে অনেক জাদুঘর পরিচালনা করে।
জার্মানির বোর্ড অলংকারসহ ২৩ প্রত্নবস্তু ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। এসব প্রত্নবস্তু জার্মানির উপনিবেশ স্থাপনের (১৮৮৪ সাল থেকে ১৯১৯ সালের মধ্যে) সময় চুরি করা হয়েছিল। বস্তুগুলো ইতোমধ্যে গবেষণার স্বার্থে নামিবিয়ায় পাঠানো হয়েছে ও সেখানেই থাকবে।
সূত্র: আল জাজিরা
(ঊষার আলো-এফএসপি)