UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ৬ শিক্ষার্থী আটক

usharalodesk
আগস্ট ৮, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করার অভিযোগ রয়েছে।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আটক শিক্ষার্থীদের সংখ্যা আরও বেশি। অন্তত সাত-আটজনকে আটক করা হয়েছে।

এদিকে শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, এরা শিক্ষার্থী কিনা-এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। সোমবার কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।

আশরাফ হোসেন আরও বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে তাদের বিষয়ে সিদ্ধান্ত কী এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

ঊষার আলো-এসএ