UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এবং ২৪ মাসের বেতনের বেশি আদায় করলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২৪ মাসের বেশি (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন) বেতন আদায় করা যাবে না। সাথে ফরম পূরণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে আসতে বলা যাবে না।

আরও বলা হয়েছে, এই সংক্রান্ত কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণ চলবে ২৫ আগস্ট পর্যন্ত এবং ৩০ আগস্ট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

(ঊষার আলো-এফএসপি)