UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে: আমিনুল হক

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

একটি নতুন রাজনৈতিক দল তারা সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, এটা কোন গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

সোমবার রাজধানীর মিরপুর ২ নম্বর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরে একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা নিজেদের ফায়দা নেয়ার জন্য বিএনপির ওপরে অনেক মিথ্যাচার ও দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া চেষ্টা করছে। কারণ বাংলাদেশে তো এখন আর কোন আওয়ামী লীগ নাই। সবাই এখন বিএনপি হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকেরা দেশে সকল অপকর্ম ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তবে কোনো অনুপ্রবেশকারীদের বিএনপিতে সুযোগ নেই।

এসময় আমিনুল হক বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না।

এই সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা দখলদারি করে লুটতরাজ করে তারা বিএনপির কর্মী হতে পারে না। তারা শহিদ জিয়ার সৈনিক হতে পারে না। যদি ভুলেও আমাদের দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বিএনপিতে কোনো প্রকার অন্যায়কারীর ঠাঁই নেই।

স্বৈরাচাররা চুপচাপ নেই মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। তারা বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।

এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আবুল হোসেন আব্দুলের সভাপতিত্বে মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

ঊষার আলো-এসএ