UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একুশে বইমেলার সময়সূচি পরিবর্তন

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন হতে প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা মেলা চলবে।

আজ বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমি এ সিদ্ধান্ত জানিয়েছে ও আজ থেকেই তা কার্যকর করা হবে।

একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের ক্রমবর্ধমান করোনার পরিস্থিতিতে “অমর একুশে গ্রন্থমেলা ২০২১”-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ হতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় ও শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।’

এত দিন বইমেলা প্রতিদিন বিকাল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকত। শুক্রবার এবং ছুটির দিনগুলোতে মেলা চলছে বেলা ১১টা থেকে। কিন্তু পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কোনও কিছু বলা হয়নি।

করোনাভাইরাস মহামারিকালে এবারের একুশে বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)