UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঊষার আলো
আগস্ট ১০, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরে এক কেজি গাঁজাসহ মুনসুর আলী সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৯ আগস্ট) বিকেলে রাজাগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর মশ্মিমনগরের হাজরাকাটি খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। মুনসুর আলী সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেঁয়াড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে। পেশায় তিনি মাদক ব্যবসায়ী। সন্ধ্যায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল।

শহীদ তিতুমীর বলেন, হাজরাকাটি পাজাখোলা খেয়াঘাট দিয়ে গাঁজা নিয়ে পার হচ্ছেন মুনসুর। এমন সংবাদের ভিত্তিতে বিকেল চারটার দিকে ঘাটের অদূরে আমরা অবস্থান নিই। ঘাট পার হয়ে বাজারের প্যাকেট হাতে হেঁটে আসছিলেন মুনসুর। তখন গতিরোধ করে চ্যালেঞ্জ করলে তিনি গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে প্যাকেটের ভেতর থেকে কালো পলিথিন মোড়ানো এককেজি গাঁজা বের করে দেন মুনসুর।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যায় আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঊষার আলো-এমএনএস)