UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ডেঙ্গুতে আরও ২৭৫ জন আক্রান্ত

usharalodesk
সেপ্টেম্বর ২০, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীসহ দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১১ জন ও বাকিরা ঢাকার বাইরে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এই তথ্য জানানো হয়।

জানা যায়, ঢাকাসহ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর বাইরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২জন, আগস্ট মাসে ৩৪ জন ও সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত মোট ১৩ জন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৫ হাজার ৯৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)