UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাসের সফরে পাকিস্তানে জাকির নায়েক

usharalodesk
অক্টোবর ১, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডা. জাকির নায়েক সোমবার এক মাসের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। এ সময়ে করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি।

নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ধর্মপ্রচারক।

জাকির নায়েক পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সহযোগী রানা মাশহুদ তাকে স্বাগত জানান।

আসছে ৫ অক্টোবর করাচি থেকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্মপ্রচারক।

প্রকাশ্য অনুষ্ঠানের পাশাপাশি তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন জনসংযোগে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, কারণ তার এ সফর ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন এবং তার মাসব্যাপী অবস্থানকালে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

ঊষার আলো-এসএ