UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক ম্যাচেই রোনালদোর তিন রেকর্ড

ঊষার আলো
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাঠে নামলেই রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৬ বছর বয়সী এই খেলোয়ার গোলের ক্ষেত্রে তরুণদের চেয়েও কয়েকগুন এগিয়ে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের প্রথম ম্যাচেই নাম উঠলো তার।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ দিয়ে ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে মাঠে নামে রোনালদো। এ নিয়ে হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড।

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন ১৭৭ ম্যাচ। আর মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়ে দিলো রোনালদো।

এই ম্যাচে গোল করে আরও ২ রেকর্ডে নাম তুলেছেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রোনালদো। এতে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে ১৩৫টি হয়েছে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলদাতার রেকর্ড আগে থেকেই রোনালদোর। তবে, ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন ২ আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে আসরের প্রথম গোল করেছিলেন তিনি। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল।

লিওনেল মেসির একটি রেকর্ডও ছুয়েছেন রোনালদো। এতদিন যাবৎ চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিলো মেসির। তবে, মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।

 

(ঊষার আলো-আরএম)