UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহে কভিড রোগী বেড়েছে ২২৮ শতাংশ

usharalodesk
জানুয়ারি ২০, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত রোগীর সংখ্যা ২২৮ শতাংশ বেড়েছে। গত ১২ থেকে ১৮ জানুয়ারি কভিডের নমুনা পরীক্ষার হিসাব অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে। পরীক্ষার সংখ্যা বাড়লে এই হিসাবে তারতম্য হতে পারত। গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম গতকাল বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক।

এদিকে ঢাকা ও রাঙামাটির পর আরো ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার যে বিষয়টি বলা হচ্ছে, এর সঙ্গে বর্তমান যে করোনা ব্যবস্থাপনা, তার প্রত্যক্ষ সম্পর্ক নেই। এটি একেবারেই প্রশাসনিক বিষয়।

নাজমুল ইসলাম বলেন, অধিদপ্তরের কর্মপন্থা ঠিক করার জন্য এই পরিসংখ্যান তৈরি করা হয়। কোনো জেলাকে নির্দিষ্ট করা হয়নি। জেলায় পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যাকে কেন্দ্র করে তালিকা করা হয়েছে। এই পরিসংখ্যান কোনো সামগ্রিক চিত্র তুলে ধরে না।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বর্তমানে মধ্যম ঝুঁকির তালিকায় রয়েছে ৩২টি জেলা। ১৬টি জেলা এখনো ঝুঁকিমুক্ত আছে। স্বাস্থ্য অধিপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে।