UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখনই স্বাভাবিক হচ্ছে না ভিসা দেওয়ার প্রক্রিয়া : প্রণয় ভার্মা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, লোকবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক করা হবেনা ভ্রমণ ভিসা। আজ রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিবের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে। তবে অন্যান্য ক্ষেত্রে এখনই ভারতের ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক হবে না।

এ ছাড়া বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়, আমরা মূলত এসব বিষয়ে আলোচনা করেছি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রায় আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।