UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এখন থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান 

মোংলা প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিজয় র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু।
সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করাও আহবান জানানো হয়।