UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এতগুলো প্রাণ ঝরবে ভাবতে পারিনি: প্রধানমন্ত্রী

ঊষার আলো ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কোটাবিরোধী আন্দোলনের নামে এতগুলো প্রাণ ঝরে যাবে সেটা বুঝতেই পারেননি বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর কান্নায় ভেঙে পড়েন।

বুধবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, আন্দোলনের নামে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করে আন্দোলনকারীরা কী অর্জন করলো, দেশবাসী তার বিচার করবে।

শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে যা ঘটেছে তা অবর্ণনীয়। আন্দোলনের নামে কতগুলো প্রাণ ঝরে গেলো। এমন ঘটনা ঘটবে তা ভাবতে পারিনি।

এদিন মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদক হিসেবে ছিল ছয়টি স্বর্ণ, আটটি রুপা ও আটটি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।