ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশসহ দেশটির অনেক এলাকার নদীতে লাশ ভেসে যাওয়ার ঘটনা বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে। এবার একাধিক লাশের খোঁজ মিলেছে নদীর পাড়ে। এবারেও ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের উন্নাও জেলায় গঙ্গার পাড়ে বালির নিচে বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। নদীর পাড়ে এ রকম ২’টি জায়গা থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এগুলো কোভিড-১৯ আক্রান্তদের মৃতদেহ কিনা, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে, বালির নিচে পুঁতে রাখা অধিকাংশ মৃতদেহ গেরুয়া কাপড়ে মোড়া।
জেলার এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেন, যে ২’টি জায়গায় মৃতদেহ পাওয়া গেছে, তার মধ্যে একটি উন্নাওসহ ৩টি জেলার লোকেদের অন্যতম সৎকার কেন্দ্র। এ ব্যাপারে উন্নাওয়ের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার বলেছে, ‘কিছু লোক মৃতদেহ না পুড়িয়ে নদীর পাড়ে বালিতে পুঁতে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা মনে করছে, পোড়ানোর কাঠের অভাবেই এ ভাবে পুঁতে দেওয়া হয়েছে মৃতদেহ।
(ঊষার আলো- এম.এইচ)