UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার সিরিয়া থেকে ইসরায়েলে রকেট হামলা

ঊষার আলো
মে ১৫, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষর আলো ডেস্ক : এবার ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সিরিয়া। তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১৪ মে) এ খবর প্রকাশ করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এ হামলায় কোনো হতাহত বা ইসরায়েলের কোনো স্থাপনা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে। এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, বৃহস্পতিবার (১৩ মে) দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে নিক্ষেপ করা রকেট গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। এ হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজারখানেক। নিহতদের মধ্যে ৩১ শিশু ও ২০ জন নারী রয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)