UsharAlo logo
বুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি। অলিম্পিক লিওঁকে ৪-২ গোলে হারিয়েছে দ্য প্যারিসিয়ান।
ঘরের মাঠে হারের বৃত্ত ভেঙ্গেছে দ্য প্যারিসিয়ানরা। অলিম্পিক লিওঁকে ছিটকে দেয়ার ম্যাচে গোল উৎসবের শুরুটা ১৫ মিনিটে। পিএসজিকে লিড এনে দেয় কিলিয়ান এমবাপে।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দানিলো পেরেইরা। এই পর্তুগিজের গোলে ২-০ তে এগিয়ে বিরতিতে যায় পচেত্তিনো শিষ্যরা।
ফিরে এসেই আবারও জোড়া গোলের আঘাত করে। ৪৭ মিনিটে আর্জেন্টাইন ডি মারিয়ার পর ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে।
নিজেদের মাঠে ১ হালি গোল হজমের পর টনক নড়ে লিওঁর। ৬২ মিনিটে ইসলাম স্লিমানির গোলে ব্যবধান কমায় গার্সিয়া শিষ্যরা। সঙ্গে ৮১ মিনিটে কর্নেটের গোলে সম্মান বাঁচলেও পয়েন্ট টেবিলের ২ নম্বর অবস্থানটা ধরে রাখা হয়নি লাস জোনাসের। আর ৪-২ গোলের জয়ে লিলেঁর সমান ৬৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে আসছে প্যারিস সেইন্ট জার্মেই।

 

(ঊষার আলো-এম.এইচ)