UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেডিকেলের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য (শিক্ষা) অধিদফতর রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এ ফল প্রকাশ করে।
পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া মিশোরী মুনমুন মেধা তালিকায় প্রথম স্থান অিধকার করে। তার প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।
শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া, আরো ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরো আট হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।

(ঊষার আলো-এমএনএস)