UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

ঊষার আলো
এপ্রিল ৯, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেনে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে ফিলিপ রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষনিশ্বাস ত্যাগ করেন বলে বাকিংহাম প্যালেস সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিলো ৯৯ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ তার স্বামীর মৃত্যুর ঘোষণা দিয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ফিলিপ ১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেন। ৫ বছর পর ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।

(ঊষার আলো-এমএনএস)