UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান গেমস নিশ্চিত করলো বাংলাদেশ হকি দল

pial
মে ১০, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

ব্যাংককে অনুষ্ঠিত বাছাই পর্বে আজ শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে, এক ম্যাচ হাতে রেখেই মূল পর্ব নিশ্চিত করেছেন ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। দুই ম্যাচে জয়ের ফলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের মোট পয়েন্ট ৬।

ম্যাচের ১৮তম মিনিটেই আশরাফুলের গোলে লিড নেয় বাংলাদেশ। তার আগ পর্যন্ত ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলছিল শ্রীলঙ্কান দল। পেনাল্টি কর্ণার থেকে আশরাফুলের গোলের পরই যেন বদলে যায় বাংলাদেশের খেলার চিত্র।

ম্যাচের ২৩তম মিনিটে দ্বিতীয় গোলের পর পুরো খেলার নিয়ন্ত্রণই চলে আসে বাংলাদেশের হাতে। পেনাল্টি স্ট্রোক হতে গোল করে দলের লিড দ্বিগুণ করেন খোরশেদুর রহমান।

তবে স্রোতের বিপরীতে ৪৪তম মিনিটে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। কিন্তু প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখেন আশরাফুলরা। ৫৩তম মিনিটে রোমান সরকারের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ১২ মে গ্রুপপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

(ঊষার আলো-এফএসপি)