UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসিডে ঝলসে গেল নবম শ্রেণির শিক্ষার্থীর মুখ

ঊষার আলো
মার্চ ২৮, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন পাড়ায় নবম শ্রেণির ১ শিক্ষার্থীর মুখমণ্ডল এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে বাড়িতে বসে মেয়েটি টেলিভিশন দেখছিল। এ সময়ে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত জানালা দিয়ে তার মুখের দিকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।
দগ্ধ ছাত্রীর নাম মহিমা আক্তার। সে মো. কবির হোছাইনের কন্যা এবং উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ছাত্রীর বাবা কবির হোসেন বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। মেয়ের ওপর এমন বর্বরতার শাস্তি চান তার বাবা।

(ঊষার আলো- এম.এইচ)