UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওএমএসে চালের কেজি ৩০ টাকা

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে উপজেলা পর্যায়ে ১৭৬০টি ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম চালু হবে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। ওএমএস যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় জেলা প্রশাসকদের সে নির্দেশ দেওয়া হয়েছে। ওএমএসে ৩০ টাকা কেজিতে চাল ও ১৮ টাকা কেজিতে আটা দেওয়া হবে।