খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ১৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কেএম রুহুল আমিনকে গ্রেফতার করেছেন৷
কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, তাকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বয়রা কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ সে ওই এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক আলীর ছেলে । রুহুল আমিন সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছিল এবং আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিং এ নিয়মিত অংশগ্রহণ করত। তার বিরুদ্ধে খালিশপুর থানায় (মামলা নং-০২) রয়েছে। এছাড়াও গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত।
ঊআ-বিএস