UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে মিশনে বাংলাদেশ

usharalodesk
জুলাই ১৩, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টেস্ট মিশন শেষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ জিতলেই মিলবে দশ পয়েন্ট। হারলেই দশ পয়েন্ট হাতছাড়া । ১৬ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে, আগামীকাল(১৪ জুলাই) জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। শেষ ২টি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। তামিম ইকবাল টেস্ট সিরিজ মিস করলেও তাকে পাওয়া যাচ্ছে ওয়ানডেতে। এছাড়া, সীমিত পরিসরের জন্য যারা স্কোয়াডে ডাক পেয়েছেন অনুশীলন করেছেন তারা। সেই তালিকায় রয়েছে নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মোস্তাফিজুর রহমান। ভিসা জটিলতার কারণে রুবেল হোসেন এবং যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন জিম্বাবুয়ে যেতে পারেননি। তবে আজ তাদের রওণা হওয়ার কথা রয়েছে। ওয়ানডে পরিসংখ্যানে ২ দলের মুখোমুখিতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। ৭৫ ওয়ানডেতে ৪৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং হেরেছে ২৮টি। কিন্তু জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েই কিন্তু এগিয়ে। ২৮ ম্যাচে তাদের জয় হয়েছে ১৫টিতে।

(ঊষার আলো-আরএম)