ঊষার আলো রিপোর্ট: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় এ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুনে অসংখ্য ঘর পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রনে আসেনি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে, শত শত রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক এবং আরাকান সড়কে আশ্রয় নিয়েছে । এ অগ্নিকান্ডে পুড়ে গেছে তুর্কী হাসপাতালসহ শত শত সেড।
রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এদিকে আগুন নেভাতে উখিয়া পুলিশ, এপিবিএন সদস্যরাও কাজ করছে। তবে কি কারনে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।
(ঊষার আলো-আরএম)