ঊষার আলো ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের উপকূল এলাকায় ৬-৭ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। জেলার কুতুবদিয়া, মহেশখালীর ধলঘাটা, সেন্টমার্টিন দ্বীপ ও সদর উপজেলার কুতুবদিয়া পাড়ায় জোয়ারের পানি ঢুকেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেব মতে কক্সবাজার জেলার ৪৭ টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নের দুইশত গ্রামেরও বেশি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। দুর্গত এলাকার অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং এর এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাথমিক হিসেবে জেলা প্রশাসন জানায়, জেলার ৪৭ টি ইউনিয়নের পাঁচ হাজার ঘরবাড়ি আংশিক ও ১৪ শত ঘরবাড়ি সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং এ জেলার দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামুদ্রিক জলোচ্ছ্বাসে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট, হিমছড়ি, ইনানী ও টেকনাফ পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)