UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে কৃষক লীগ নেতা নিহত

ঊষার আলো
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় কামালের নিজ বাসায় এই গুলির ঘটনা হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন জানান, দিবাগত রাত ৩টায় আমাকে ফোন করে সরওয়ার। এরপর তার বাড়িতে যেয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে আছে। ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। নিতের শ্যালক ওই বাসার দরজা খুললে তাকেও ধাওয়া করে দুর্বৃত্তরা। তারা সংখ্যায় ৪-৫ জন ছিলেন। অন্ধকার থাকায় তাদের কাউকে চেনা যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ কামালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

(ঊষার আলো-আরএম)