UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কপিলমুনিতে প্রীতি ফুটবল ম্যাচ, গোলশূন্য ড্র

koushikkln
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন উপলক্ষে কপিলমুনিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি) ও মৌখালী ফ্রেন্ডস ফুটবল একাদশ এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত খেলাটি তীব্র প্রতিদ্ব›িদ্বতামূলক হলেও গোলশূন্য হয়ে ড্র হয়। প্রধান শিক্ষক মোঃ কবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন কে কে এসপির সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম, অরিন্দম মন্ডল প্রমুখ।

খেলা পরিচালনা করেন শেখ মিনার হোসেন।