UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন

koushikkln
অক্টোবর ১১, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা) : কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে, কে, এস, পি)’র পূর্ণাঙ্গ কার্য-নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।

সোমবার (১০অক্টোবর) সন্ধ্যা ৬ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ আব্দুর রশিদ। শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় সভায় নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন কে,কে,এস,পির সাধারণ সম্পাদক এম বুলবুল আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক সিরাজুল ইসলাম, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ইউ পি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার, উপাধ্যক্ষ ত্রিদিপ কান্তি মন্ডল, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রভাষক রেজাউল ইসলাম খোকন, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, সাংবাদিক জি এম আসলাম হোসেন, পলাশ কর্মকার, মিলন দাশ, এস কে আলীম, মোঃ আঃ সবুর আল আমীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় কে,কে,এস,পির প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা ও কৃতি ফুটবল খেলোয়াড় শেখ আব্দুর রশিদকে সভাপতি ও সাবেক খেলোয়াড় সমাজ সেবক এম বুলবুল আহম্মেদকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ৩ মাসের মধ্যে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে,কে,এস,পির গঠনতন্ত্র অনুযায়ী একটি নতুন পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি গঠণ করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক মাত্র ২১ দিনের মধ্যে তাঁরা একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হন।

উল্লেখ্য দক্ষিণ বাংলার এই ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে সুনাম,খ্যাতি ও গৌরব অর্জন করে। কিন্তু দীর্ঘদিন এর কার্যক্রম ঝিঁমিয়ে পড়ার কারণে প্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে পড়ে। স্থানীয় ক্রীড়ামোদি মহল সহ নানা শ্রেনী পেশার মানুষের অনুরোধে কে,কে,এস,পির হৃত গৌরব পুনঃরুদ্ধার ও অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং কুশলী খেলোয়াড় তৈরি করতে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।