UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কমবে রাত ও দিনের তাপমাত্রা

pial
নভেম্বর ২৯, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী দুই দিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ৫ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে যেতে পারে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আপাতত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এ হার আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকলেও দুই দিন পর থেকে আবহাওয়ার অবস্থায় কিছুটা পরিবর্তন হবে। যার প্রভাবে ৫ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে।

জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

(ঊষার আলো-এফএসপি)