UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনামুক্ত হলেন খালেদা জিয়া

ঊষার আলো
মে ৬, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনামুক্ত (কোভিড-১৯) হয়েছেন। তৃতীয়বারের মত কোভিড পরীক্ষা করে আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত করা হয়। এরপর গুলশানের নিজ বাসায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হলেও দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট ফল পজিটিভ আসে।

পরে তাকে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে সিসিইউতেও রাখা হয়। তার চিকিৎসকরা জানান যে, খালেদা জিয়ার শরীরে করোনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় । চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে।

খালেদা জিয়ার ভাই তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আবেদন করেছেন। এখন সেই প্রক্রিয়া চলমান।

(ঊষার আলো-এফএসপি)