UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ৩১ মার্চ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজ নিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও করোনার টিকা নিয়েছে। গত ১০ মার্চ বঙ্গভবনে কোভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে গত ৪ মার্চ দেশে গণহারে করোনা টিকা দেওয়ার দেড় মাসের মাথায় টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন গণভবনে তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করেছে সরকার। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।
এদিকে স্বাস্থ্য অধিদফতর বলেছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছে ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।
টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগে ৬ লাখ ২ হাজার ৬৮৫ জন।
এছাড়া রংপুর বিভাগে রয়েছে ৫ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগে ৬ লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগে ২ লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৬ হাজার ২৬০ জন।

(ঊষার আলো- এম.এইচ)