UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনার ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি

ঊষার আলো
মার্চ ১, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : এবার করোনার ভ্যাকসিন নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ মার্চ) সকালে তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস) থেকে টিকার ১ম ডোজ নিয়েছেন। তিনি সবাইকে টিকা নিয়ে ভারতকে করোনামুক্ত করার আহ্বান জানান। টিকা নেওয়ার পর টুইটারে ছবি পোস্ট করেন তিনি।
টুইটারে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, কোভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত হয়েছেন তাদের সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাই আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।

(ঊষার আলো-আরএম)