ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে তিন হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং এদিনে করোনামুক্ত হয়েছে দুই হাজার ১৯ জন। রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৯০৪ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন বাংলাদেশি। এ পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন করোনা রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এদের মধ্যে ঢাকার ২৫ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন ও বরিশালে ৫ জন মারা গেছে।
(ঊষার আলো-আরএম)