UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরো ১৭৬২ জনের মৃত্যু

pial
মে ২০, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১ হাজার ৭৬২ জন। এতে সারা বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯৬ হাজার ৯১৭ জনে। একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৪১৬ জন। এতে মহামারির শুরু থেকে এই পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৯৯৫ জনে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। কিন্তু একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জন।

দেশে এই পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ২১৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন।

(ঊষার আলো-এসএইস)