UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় এক মাস মৃত্যুহীন বাংলাদেশ

usharalodesk
মে ২১, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা বিষয়ক যে বুলেটিন দেওয়া হয়েছে, এতে নতুন করে ৫০ জনের দেহে করোনা শনাক্তের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। আর এ নিয়ে টানা একমাস করোনায় মৃত্যুহীন থাকল বাংলাদেশ। সর্বশেষ ২০ এপ্রিল করোনা ভাইরাসে হয়ে দেশে এক জনের মৃত্যুর খবর এসেছিল।

২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর আসার পর আর কখনও টানা এক মাস করোনায় মৃত্যুশূন্য অবস্থায় থাকেনি বাংলাদেশ।বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।

ঊষার আলো-এসএ