UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খুলনাতে মৃত্যু আরও ২

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন নারী রয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন শহরের রায়পাড়া এলাকার ফিরোজ খান (৫৩) এবং গোপালগঞ্জ সদরের শাহিদা বেগম (৬৬)। খুমেকের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
খুমেক সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর রায়পাড়া এলাকার রওশন আলীর ছেলে ফিরোজ খানের মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ২২ মার্চ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌঁনে ১১টার দিকে মারা যান গোপালগঞ্জ সদরের ১৩৪ ডিসি রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শাহিদা বেগম। গত ৩০ মার্চ তিনি করোনা ইউনিটে ভর্তি হন।
মৃতের পাশাপাশি খুলনায় বাড়ছে করোনার সংক্রমণ।

(ঊষার আলো-এমএনএস)